মহাস্থান নিউজ:
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় শাবানা (২৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেলে চালকের আসনে থাকা শাবানার স্বামী আব্দুল আলীম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া অপর একটি দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
শাবানা ও তার স্বামী আব্দুল আলীম গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি আব্দুল ওয়াদুদ।
পুলিশ জানায়, নিহত শাবানা তার স্বামী আব্দুল আলিমের মোটর সাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয় এতে তারা দুজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শাবানার মৃতু হয়। পরে স্থানীয় লোকজন আহত আলিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। শাবানার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এর আগে দুপুরের দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন, আব্দুল মালেক, পুলিশের ওয়ারলেস ওসি মো. রেজাউল, শেখ রাব্বি। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিএনজির সাথে বগুড়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভারসহ ৩ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।