মহাস্থান নিউজ:
দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। তার হবু বরের নাম উমাপতি। ঐশ্বরিয়ার আরেক পরিচয় তিনি দক্ষিণী সিনেমার অ্যাকশন কিং অর্জুন সরাজের বড় মেয়ে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, জনপ্রিয় কমেডিয়ান থামবি রাইয়ার পুত্র অভিনেতা উমাপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন ঐশ্বরিয়া। এ সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন তারা। দুই পরিবার থেকে আলোচনা করে বিয়ের দিন ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়নে এই যুগল। তবে এ বিষয়ে উমাপতি কিংবা ঐশ্বরিয়া কেউ-ই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ঐশ্বরিয়া ও উমাপতি
২০১৭ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে উমাপতির। এরপর আরো তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দেবদাস’ সিনেমার কাজ এই নায়কের হাতে রয়েছে।