মহাস্থান নিউজ:
দাঙ্গা-হাঙ্গামায় বিপর্যস্ত মণিপুরে স্থিতিশীলতা আনতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সোমবার (২৬ জুন) সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মণিপুরে নারী বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে রাস্তা বন্ধ করে রাখছে এবং নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ অভিযানে বাধা সৃষ্টি করছে।
গত ২৬ জুন রাজ্যের ইথাম গ্রামে সেনাবাহিনীকে ঘিরে ধরেন প্রায় ১ হাজার ২০০ নারী। এ নারীরা সেনাদের কাছ থেকে ১২ বিক্ষোভকারীকে ছিনিয়ে নেন।
টুইটারে ওই দিনের ঘটনার ভিডিও প্রকাশ করে সেনাবাহিনী বলেছে, সেদিন রক্তপাত এড়াতে সেনাবাহিনী বলপ্রয়োগ করেনি। কিন্তু রাজ্যের নিরাপত্তার জন্য ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।
টুইটারে সেনাবাহিনী বলেছে, ‘মণিপুরে নারী বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে রাস্তা অবরোধ করছে এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে। এ ধরনের অযৌক্তিক কার্যক্রম জীবন বাঁচানো ও সম্পত্তি রক্ষার মতো জরুরি অভিযানের জন্য ক্ষতিকর। ভারতীয় সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা আনয়নের কার্যক্রমে সবার সমর্থন প্রত্যাশা করছে।’
এর আগে সেনাবাহিনী ইথাম গ্রামের সেই অপরারেশনের দায়িত্বে থাকা সেনা কমান্ডারের ভূমিকা নিয়ে একটি বৈঠক করে। ওই বৈঠক শেষে জানানো হয়, কমান্ডার ১২ বন্দিকে ছেড়ে দিয়ে ওই সময় ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ বল প্রয়োগ করলে সেখানে প্রাণহানির ঘটনা ঘটত।