মহাস্থান নিউজ:
তারকা দম্পতি রাজ-পরীর সর্ম্পকে চিড় ধরেছে আগেই। ইতিমধ্যে দুজনই জানিয়েছেন, বিচ্ছেদের কথা। পরীমণির বাসা ছেড়ে রাজ এখন কোথায় আছেন? কার সঙ্গে আছেন? এমন প্রশ্ন ভক্তকুলের।
জানা গেছে, রাজ বর্তমানে বন্ধুদের সঙ্গে টেকনাফে আছেন। তবে, এই বন্ধু তালিকায় শোবিজ অঙ্গনের কেউ নেই জানিয়েছেন রাজ। সেখানে সিনেমা দেখে আড্ডা দিয়ে সময় কাটছে তার।
সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে আসে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক। সংবাদমাধ্যমে রাজ-পরীর পাল্টাপাল্টি বক্তব্যে বিচ্ছেদের কথাও জানান তারা। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও দুজনেই এখন আলাদা থাকেন।
তবে সন্তানের কারণে মাঝে মধ্যেই তাদের দেখা হয়। এই যেমন তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়ার দিনে গত ১০ জুন রাতেও তাদের দেখা হয়েছে। জানা গেছে, আপাতত কোনো ধরনের শুটিংয়েও নেই রাজ।