মহাস্থান নিউজ:
শুটিং সেটে আহত হয়েছেন মালায়ালাম সিনেমার অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। ‘বিলায়াথ বুদ্ধ’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের মারায়ুর কোচিনে ‘বিলায়াথ বুদ্ধ’ সিনেমার শুটিং করছিলেন পৃথ্বীরাজ। জয়ন নাম্বিয়ার পরিচালিত এ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময়ে পায়ে আঘাত পান তিনি। পরে দ্রুত তাকে কোচিনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ (২৬ জুন) তার পায়ে একটি অস্ত্রোপচার হবে।=
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে পৃথ্বীরাজকে।
মালায়ালাম ভাষার ‘কাপা’ সিনেমায় সর্বশেষ দেখা যায় পৃথ্বীরাজকে। এটি পরিচালনা করেন সাজি কৈলাশ। তা ছাড়াও পৃথ্বীরাজকে মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটিতে পৃথ্বীরাজের বিপরীতে অভিনয় করেছেন অমলা পাল। কিছু দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় এই জুটিকে।