মহাস্থান নিউজ:
ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। এবার তার গাড়ির তালিকায় যুক্ত হলো বিলাসবহুল একটি নতুন গাড়ি।
পিংকভিলা জানিয়েছে, মহেশ বাবু গোল্ড কালারের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। গাড়িটির মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১১ লাখ টাকার বেশি)। মহেশ বাবু হায়দরাবাদের একমাত্র ব্যক্তি যার সংগ্রহে গোল্ড কালারের রেঞ্জ রোভার গাড়ি রয়েছে।
মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গত বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।
মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘গুন্তুর করম’। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন শ্রীলীলা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাবে।