মহাস্থান নিউজ:
জনপ্রতিধি নির্বাচনে সাধারণত উৎসবমুখর পরিবেশে ভোট দেন সবাই। কোথাও কোথাও আবার নির্বাচন ঘিরে সহিংসতারও সৃষ্টি হয়। তবে উৎসব কিংবা সহিংসতা নয়, ঠিক ভিন্ন ধরনের ঘটনা দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গাজোল ব্লকের দেওতলা গ্রামে। গ্রামবাসীরা পোস্টার টানিয়ে জানিয়ে দিয়েছে, গ্রামের কেউ যদি ভোট দেয় তবে তাকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ওই গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছে দেওতলা গ্রাম পঞ্চায়েতের বড় জগদীশপুর, দোআঁশ এলাকায় কোনো পাকা রাস্তা নেই। সামান্য বৃষ্টি হলে রাস্তায় আর চলা যায় না। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পরিস্থিতির পরিবর্তন হয়নি।
তাদের অভিযোগ, ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থাও নেই। পুকুরের জলই একমাত্র ভরসা। এ নিয়ে বহুবার আবেদন করা হয়েছে। তারা এ নিয়ে আন্দোলনও করেছেন। তবুও সমস্যার কোনো সমাধান হয়নি।
গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন এলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যান। ভোট শেষ হলেই ভুলে যান সে প্রতিশ্রুতির কথা। তাই এ বার ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন, যা বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ৮ জুলাই রাজ্যটিতে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।