মহাস্থান নিউজ:
কোরবানির ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রধান দুই পুঁজিবাজার। ছুটি শেষে আগামী রোববার লেনদেন শুরু হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই তথ্য জানিয়েছে।
ডিএসই ও সিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার শেষ লেনদেন হবে দেশের দুই পুঁজিবাজারে। ঈদের ছুটি শেষে আগামী জুলাই মাসের ২ তারিখে থেকে আবার লেনদেন শুরু হবে।
আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে এবার সরকারি ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের সিদ্ধান্তের ফলে ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে এবারের ঈদের পাঁচদিনের ছুটি শেষ হবে শনিবার। পরের দিন রোববার থেকে যথারীতি আবার লেনদেন শুরু হবে পুঁজিবাজারে।