মহাস্থান নিউজ: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৪৬২১ দরিদ্র পরিবার পেলো ১০ কেজি করে চাল। ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন। রবিবার সকাল ৯টায় উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা
হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ্#৩৯;লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় সুধীজন।