মহাস্থান নিউজ:
টানা বৃষ্টির মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে রেলস্টেশনে বিদ্যুতায়িত হয়ে করুণ মৃত্যু হয়েছে এক নারীর। গতকাল রাত থেকে ভারতের রাজধানীতে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জেরে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ওই নারীর মৃত্যু হয়।
মূলত রেল স্টেশনে জমে থাকা পানি থেকে বাঁচতে একটি বিদ্যুতের খুঁটি ধরেছিলেন ওই নারী। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিহত ওই নারীর নাম সাক্ষী আহুজা। তিনি পূর্ব দিল্লির প্রীত বিহারের বাসিন্দা। প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষী আহুজা রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুই নারী ও তিন শিশুসহ রেলস্টেশনে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর জমে থাকা পানি বাঁচতে তিনি একটি বৈদ্যুতিক খুঁটি ধরেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। আর এতেই তার মৃত্যু হয়।
এনডিটিভি বলছে, ওই ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা তার জীবন বাঁচানোর জন্যে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান পুলিশ জানিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্রস্থান গেটের কাছে ঘটে জানিয়ে পুলিশ এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, ‘তাৎক্ষণিকভাবে তারা ভুক্তভোগী সাক্ষী আহুজার বোন মাধবী চোপড়াকে নিয়ে তাকে এলএইচএমসি (লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ) হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
ভুক্তভোগীর বোন মাধবী চোপড়া পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যুতের ছেঁড়া তার ওই বিদ্যুতের খুঁটিতে জড়িয়ে থাকতে দেখা যায়। আর সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। মূলত এটিকেই দুর্ঘটনার কারণ বলে সন্দেহ করা হচ্ছে এবং ঘটনার পরই রেল ও পুলিশ পৃথক ভাবে তদন্ত শুরু করেছে।
এছাড়া এই ঘটনায় কার দায়িত্বে অবহেলা রয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক ডা. মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘আজ দিল্লিতে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে।’