মহাস্থান নিউজ:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতাকে পরিচিত করার লক্ষে বন্ধু যুব সংঘের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোতিার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডাকের বটতলা চেলারডাঙ্গা গ্রামের চেলারবিলে আমন ধানের জন্য প্রস্তুত হওয়ার পূর্ব মুহুর্তে ফাঁকা বিলে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর, খুলনা, মাগুরা ও ভারতসহ বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ৩০টি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে ঘোড়দৌড় উপভোগ করেন। এসময় দর্শকদের মুর্হমুর্হ করতালি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা প্রতিবছর এরকম জাঁকজমকপূর্ণ খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটির নিকট দাবি জানান এবং অসাধারণ মনোমুগ্ধকর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করার জন্য প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানাকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল অংশগ্রহণকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কার বিতরণ করেন বন্ধু যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুদ রানা ও এসআই মো. আরিফুল ইসলাম (আরিফ)।
১ম পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশনসহ নগদ অর্থ, মোবাইল ফোন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এরপর সভাপতি বিকাশ ঘোষ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। সার্বিক সহযোগিতায় ছিলো বন্ধু যুব সংঘ।