মহাস্থান নিউজ: বলিউডের তারকাদের মধ্যে অন্যতম আকর্ষনীয় অভিনেত্রী নোরা ফাতেহি। তবে আভিনয়ের চেয়ে দুর্দান্ত বেলি ডান্সের মাধ্যমে অল্প সময়েই খ্যাতি অর্জন করেছেন নোরা। হিন্দি সিনেমায় ‘আইটেম সং’-এর ক্ষেত্রে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা। সম্প্রতি অভিনেত্রী, নৃত্যশিল্পীর পর প্রথমবার একক গানের মিউজিক ভিডিও ‘সেক্সি ইন মাই ড্রেস’প্রকাশ্যে আনছেন নোরা ফাতেহি। তার এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই।এছাড়া এই মিউজিক ভিডিওটি নোরার ক্যারিয়ারে আনছে বিশেষ মাত্রা, কারণ এই কাজের প্রযোজনাও করেছেন এই বলিউড তারকা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে নোরার ইউটিউব চ্যানেলে। মরক্কোর আবদেরাফিয়ার পরিচালনায় এবং রাজিত দেবের কোরিওগ্রাফিতে এই মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা। তিনি বলেন, ‘একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।’
এছাড়া ল্যাটিন পপ ধারার গানটিকে নারীচেতনার প্রতীক বলছেন নোরা। তার কথায় “শুটিং বা প্রযোজনা, দুই দিক থেকেই অন্যরকম অভিজ্ঞতা গেছে। আমি এবং আমার সহশিল্পীরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি গানটিতে। নৃত্যিশিল্পীরা খুব ভালো কাজ করেছে। নানা ধরনের বাধা টপকে কাজটি শেষ পর্যন্ত করতে পেরে গর্ববোধ করছি।
এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু এবং রফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিও কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট এবং রেভ্যানির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওয় নাচের দৃশ্যে তাকে দেখা গিয়েছে।
নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। তবে এবার একটা মিউজিক ভিডিওই বার করলেন তিনি। নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে।
কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘আইফা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানেও নাচে-গানে মাতিয়ে তোলেন নোরা। এদিকে শোনা যাচ্ছে নির্মাতা ফারহান আখতারের আগামী সিনেমা ‘মগগাঁও এক্সপ্রেস’ এ নায়িকা হিসেবে দেখা যাবে নোরাকে।