মহাস্থান নিউজ:
কোভিড-১৯ মহামারির শুরুটা যে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির কোনো ঘটনা থেকে হয়েছে, তার কোনো অকাট্য প্রমাণ পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার কর্তৃপক্ষ আর গোপনীয় নয় এমন একটি প্রতিবেদন প্রকাশ করার পর বিষয়টি জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় (ওডিএনআই) থেকে প্রকাশিত ঐ চার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির উত্স খুঁজে পেতে সক্ষম না হলেও করোনা ভাইরাসটি কোনো একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে, এমন সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং অন্য সংস্থাগুলো এখনো কোভিড-১৯ মহামারির সুনির্দিষ্ট উত্স বের করতে পারেনি; এটা প্রাকৃতিক না গবেষণাগার থেকে এসেছে—উভয় ধারণার ক্ষেত্রেই নানান তাত্পর্যপূর্ণ অনুমানের ওপর নির্ভর করা হচ্ছে এবং সেগুলো পরস্পরবিরোধী প্রতিবেদনে চ্যালেঞ্জের মুখেও পড়ছে,’ বলা হয়েছে ওডিএনআইয়ের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, উহানের ঐ ইনস্টিটিউটে করোনা ভাইরাস নিয়ে ‘বিস্তৃত কাজ’ হলেও এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি যা থেকে মহামারি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘উহান ইনস্টিটিউটে মহামারির আগে সার্সসিওভি-২ বা তার কাছাকাছি কিছু নিয়ে গবেষণা হয়েছে কিংবা গবেষণাজনিত এমন সুনির্দিষ্ট কোনো ঘটনা ঘটেছে, যাতে ইনস্টিটিউটের কোনো কর্মীর সংশ্লিষ্টতা ছিল এবং যার কারণে কোভিড মহামারি শুরু হতে পারে, এমন কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি।’ ২০১৯ সালের শেষ প্রান্তে উহানে প্রথম রোগী পাওয়ার পর থেকেই করোনা ভাইরাস মহামারির উৎস নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল বিতর্ক চলছে। মহামারির উত্স সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করতে চলতি বছরের মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিলেও স্বাক্ষর করতে হয়। সে সময় বাইডেন বলেছিলেন, কোভিড-১৯-এর উত্স সংক্রান্ত যত বেশি সম্ভব তথ্য প্রকাশ্যে আনতে মার্কিন কংগ্রেসের যে উদ্দেশ্য, তাতে তারও সমর্থন রয়েছে।
ফেব্রুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন কোভিডের উত্স নিয়ে যুক্তরাষ্ট্রের বিতর্ককে আরো উসকে দেয়। ঐ প্রতিবেদনে বলা হয়েছিল, মহামারি খুব সম্ভবত চীনের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে হয়েছে—গোয়েন্দাদের এমন গোপনীয় প্রতিবেদনকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় ‘কম আস্থা’ নিয়ে পর্যালোচনা করেছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে গত ২৮ ফেব্রুয়ারি বলেছিলেন, খুব সম্ভবত চীনের উহানের কোনো গবেষণাগার থেকেই কোভিডের উদ্ভব বলে তাদের মূল্যায়ন বলছে।