মহাস্থান নিউজ:
ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘ প্রায় ৬০ বছর পর উদ্বোধন করা হলো আধুনিক ‘দেউলা লঞ্চঘাট’। শনিবার (২৪ জুন) সকাল ১২টায় লঞ্চঘাটের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
স্থানীয়রা জানান, স্বাধীনতার আগে চালু হওয়া এই ঘাটটিতে কোনো পল্টুন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো লঞ্চ যাত্রীদের। প্রতিনিয়ত হাঁটু কোমর পানি অথবা নৌকায় করে লঞ্চে উঠতে হতো ৷ কিন্তু এখন থেকে আর সেই দুর্ভোগ থাকছে না ৷ ফলে দুর্ভোগ ও কষ্ট লাগব হতে যাচ্ছে উপজেলার দেউলা লঞ্চঘাট দিয়ে ঢাকায় আসা-যাওয়া করা সাধারণ যাত্রীদের। দীর্ঘ প্রায় ৬০ বছর পর পল্টুন পেয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সাধারণ যাত্রীদের মাঝে ৷
স্থানীয় আরপন আলী বলেন, আমার জন্মের আগে থেকে এখানে নিয়মিত লেতরা ও লালমোহন রুটে চলাচল করা লঞ্চগুলো আসছে। কিন্তু কোনো পল্টুন না থাকায় কখনো নৌকায় করে কখনো হাঁটু কোমর পানিতে নেমে লঞ্চে উঠতে হয়। এখন পল্টুন নির্মাণসহ সকল সুবিধা থাকায় আমরা খুশি ৷ এত বছর পর হলেও আমরা এখন স্বাভাবিকভাবে লঞ্চে উঠতে পারবো।
স্থানীয় ব্যবসায়ী মো. রাসেল বলেন, এই ঘাট দিয়ে ঢাকা থেকে পণ্য আনলে লঞ্চ থেকে নামাতে আমাদের অনেক সমস্যায় পরতে হতো এবং খরচও বেশি হতো ৷ পল্টুন নির্মাণ হওয়ায় আমাদের আশেপাশে যতগুলো বাজার আছে সেখানকার ব্যবসায়ীরা উপকৃত হবেন।
লঞ্চঘাটের ইজারাদার সজল আরিন্দা বলেন, দীর্ঘ বছর ধরে এখানে লঞ্চঘাট থাকলেও কোনো পল্টুন ছিল না। তাই প্রতিদিন সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. মামুন উর রশিদ বলেন, বর্তমানে দেউলা লঞ্চঘাটটি একটি আধুনিক লঞ্চঘাট হলো।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, সাচড়া ইউপি চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।