মহাস্থান নিউজ:
দেশে কয়লা আসায় ২০ দিন পর রোববার (২৫ জুন) রাত থেকে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ।
শুক্রবার (২৩ জুন) রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজ থেকে জেটিতে নিয়ে আসা হয়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী জাহাজটিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে। সকাল থেকে দ্রুত গতিতে শুরু হয়েছে কয়লা খালাস কার্যক্রম।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এ জাহাজটি। শনিবার সকাল থেকে লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করা হয়। রোববার ভোর থেকে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। এ মাস এবং আগামী মাসের মধ্যে আরও ১৫ থেকে ১৭টি কয়লাবাহী জাহাজ বন্দরে আসতে পারে।
এর আগে গত ২৫ মে কয়লা সংকটে এ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। পরে গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎকেন্দ্রটির পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।