মহাস্থান নিউজ:
গত বছরের শেষ দিক থেকে নাগা চৈতন্য আর শোভিতার প্রেমের গুঞ্জন শুরু হয়। মাস কয়েক আগে লন্ডনে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন তারা। এতদিন এসব নিয়ে চুপই ছিলেন তারা। এবার মুখ খুললেন শোভিতা।
তার কথায়, অনেক খেটে আজকে এই জায়গা অর্জন করেছি, প্রতিনিয়ত কোনো কারণে লোকের কথা শুনতে হলে তা মোটেও ভালো লাগে না।
এক সাক্ষাৎকারে নাগা চৈতন্যের প্রসঙ্গে শোভিতা বলেন, এখন সমালোচনা সহ্য করতে শিখেছি।
জীবনসঙ্গীর মধ্যে কোন গুণটা খোঁজেন তিনি? জবাবে শোভিতা বলেন, এমন একজন মানুষ যিনি মাটির সঙ্গে জুড়ে থাকবেন। এই জীবনের মাঝে যা কিছু বড্ড অল্প সময়ের জন্য। তাই তাকে দয়ালু হতে হবে। জীবনে আমিত্বই সবটা নয়।