মহাস্থান নিউজ:
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদে পশুবাহী যানবাহনে চাঁদাবাজী করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা। ঈদ যাত্রাকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী মহাসড়কে জনগণের নিরাপত্তা দিতে কাজ করছে। নারীর টানে যারা স্বজনদের কাছে ফিরেন তাদের যাত্রা যেন নিরাপদ হয় হাইওয়ে পুলিশ সে বিষয়ে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের চারমাথা স্থানীয় একটি মোটেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মহাসড়কে কুরবানীর পশুবাহী যানবাহনে কোন রকম চাঁদাবাজী ঘটতে দেয়া যাবে না। এ বিষয়ে হাইওয়ে পুলিশের কঠোর নজদারি থাকবে। পশুবাহী যানবাহনে চাঁদাবাজী করলে জিরো টলারেন্স। তিনি মহাসড়কে কোন সমস্যায় পড়লে ‘হ্যালো হাইওয়ে পুলিশ’ অ্যাপসের ‘জরুরী সেবা’ গ্রহণের কথা বলেছেন। বিগত বছরগুলোতে মহাসড়কে বিশেষ করে ঈদুল আযহার সময় পশুবাহী গাড়ীগুলো নানাভাবে হয়রানির শিকার হয়েছে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে এই বছরে হাইওয়ে পুলিশ অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। কোথাও পশুবাহী গাড়ীতে প্রতিবন্ধকতা সৃষ্টি বা চাঁদাবাজী হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তাসহ সদস্যরা সব সময় সজাগ রয়েছে।
অতিরিক্ত আইজি আরো বলেন, যারা পশুবাহী গাড়ী মহাসড়কে পরিচালনা করবেন সেই গাড়ীর সামনে এবং পেছনে আপনার গন্তব্য লিখে ব্যানার টানিয়ে দেবেন। যেন পুলিশ বুঝতে পারে গাড়িটি কোথায় যাচ্ছে। এতে করে কোন প্রতিবন্ধকা সৃষ্টি হবে না। গত ঈদ যেমন যানজটমুক্ত হয়েছে এবার ঈদও যানজটমুক্ত থাকবে। আশা করছি সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ করতে পারবে। রাস্তার কাজ চলছে এবং রাস্তা প্রশস্ত হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার ও সিএনজি চলাচল বন্ধেও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। সবাই মিলে কাজ করলে আমাদের ঈদ যাত্রা আনন্দময় এবং নিরাপদ হবে।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের ডিআইজি (পশ্চিম বিভাগ ও অতিরিক্ত দায়িত্ব অপারেশন) মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি (পশ্চিম বিভাগ) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সড়ক ও জনপথ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কার্য্যকারী সদস্য তৌফিক হাসান ময়না, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আব্দুল হামিদ মিটুল, আব্দুল মান্নান মণ্ডল ও খোরশেদ আলম।