মহাস্থান নিউজ:
দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানকে পর্দায় নায়কোচিত লুকে দেখা গেলেও এবার দেখা যাবে ভিন্ন লুকে। চামড়ায় ভাঁজ পড়েছে, গালে-কপালে ফুটে উঠেছে বলিরেখা, ঘাড় অবধি লম্বা কাঁচাপাকা চুল, মুখভর্তি দাড়ি।
৮০ বছরের বৃদ্ধরূপে দর্শকের সামনে ধরা দেবেন ঢাকাই সিনেমার এই নায়ক। এর আগে কোনো সিনেমাতেই এই লুকে প্রকাশ্যে আসেননি তিনি।
‘প্রিয়তমা’ সিনেমায় এমন লুকে প্রসংশা কুড়িয়েছেন শাকিব। কিন্তু এই লুকের জন্য কত খরচ হয়েছে? শুধু খরচ নয়, সিনেমার পরিচালক হিমেল আশরাফ প্রথমে দোটানায় ছিলেন- এ ধরনের লুকে শাকিব প্রকাশ্যে আসতে রাজি হবেন কি না?
পরিচালক বলেন, ছয়-সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না এ নিয়ে ভাবনা ছিল। কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধের অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বারবার তাগাদা দিতে থাকেন। সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয় আমাদের। প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ একটি টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের ১৫ দিন সময় দিতে হয়েছিল। শাকিবের এই লুকের নেপথ্যে রয়েছেন রূপসজ্জাশিল্পী সবুজ খান। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শাকিবের এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা।