মহাস্থান নিউজ:
গত সপ্তাহে গ্রিস উপকূলে অভিবাসীদের নৌকাডুবিতে কমপক্ষে ২০৯ পাকিস্তানি মারা গেছে। বৃহস্পতিবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এই পরিসংখ্যানটি এমন পরিবারগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে যারা জানিয়েছিল, তাদের একজন আত্মীয় লিবিয়া থেকে গ্রিস অভিমুখী নৌকায় উঠেছিল এবং এখনও নিখোঁজ রয়েছে।
গ্রিস উপকূলরক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাডুবির ওই ঘটনায় মোট ৮২ জন মারা গেছে। এদের মধ্যে ১২ জন পাকিস্তানি।
এফআইএ-এর ইসলামাবাদ জোনের পরিচালক রানা আবদুল জব্বার রয়টার্সকে বলেছেন, ‘এটি যাচাই করার জন্য তদন্ত চলছে।’
গ্রিস উপকূলে নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের সনাক্তে সহায়তা করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে।
এফআইএ-এর দেওয়া তথ্যে দেখা গেছে, নৌকাডুবি মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৮১ জন পাকিস্তানের এবং ২৮ জন আজাদ জম্মু ও কাশ্মীরের। কর্মকর্তারা ২০১টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, ২০ থেকে ৩০ মিটার দীর্ঘ নৌকাটিতে ৪০০ থেকে ৭৫০ জন লোক উঠেছিল। ১৪ জুন নৌকাটি গ্রিসের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ডুবে যায়।