মহাস্থান নিউজ:
বগুড়ায় কর্মসংস্থান মেলায় তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি মিলবে ৩৬৫ জন নারী-পুরুষের। আগামী শনিবার বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলার মাধ্যমে এই সুযোগ পেতে যাচ্ছে জেলার বেকার তরুণরা। শিক্ষিত এবং আইটিসহ বিভিন্ন বিভাগে দক্ষ জনবল নিয়োগ দেবে বগুড়ার উদ্যোক্তরা।
জানা যায়, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যা সমাধান, প্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
স্মার্ট কর্মসংস্থান মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক আইসিটি কোম্পানি অংশগ্রহণ করবে। এ মেলায় আগ্রহী চাকরিপ্রার্থীরা পছন্দ মতো চাকরি নিতে আবেদন করতে পারবেন এবং কোম্পানিগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কর্মী বাছাই ও নিয়োগ দিতে পারবেন। স্মার্ট কর্মসংস্থান মেলা ছাড়াও এ আয়োজনে রয়েছে দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার এবং আলোচনা সভা।
একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী বগুড়া স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ এ অংশগ্রহণের পাশাপাশি বগুড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বগুড়া হাইটেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন। এছাড়াও ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় ১২টি উপজেলায় জয় সিট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত থাকবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আইডিইএ প্রজেক্ট কর্তৃক ৩২ জন উদ্যোক্তাকে তাদের কাজের প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য সম্মাননা সূচক চেক প্রদান করা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ১০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে তাদের কাজ ভালোভাবে করার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য ল্যাপটপ প্রদান করা হবে।
মেলায় চাকরি প্রদানের লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহের জন্য বক্স স্থাপন করা হবে। মেলার অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ ড্রপ বক্সে জমাকৃত জীবন বৃত্তান্ত থেকে চাকরিপ্রত্যাশীদের তাৎক্ষণিক ইন্টারভিউ গ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে সার্বোচ্চ সংখ্যক প্রার্থীদের চাকরি প্রদান করবেন। এরপর ওইদিন বেলা আড়াইটা থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে ৩টায় প্রতিমন্ত্রী বগুড়া সদর উপজেলা পরিষদ থেকে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (জয় সিট সেন্টার) উদ্বোধন করবেন। পরে তিনি জেলার অন্যান্য উপজেলাসমূহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করার লক্ষ্যে বগুড়ায় স্মার্ট মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় প্রায় ৩৬৫ জন নারী ও পুরুষ তাদের জীবন বৃত্তান্তের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন।