মহাস্থান নিউজ: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হয়েছেন। রাতে নগরের মেন্দিবাগ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করা হয়। রাতে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
তারা হলেন ১নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা, ২নম্বর ওয়ার্ডে কুলসুমা বেগম পপি, ৩নং ওয়ার্ডে রেবেকা বেগম রেনু, ৪নম্বর ওয়ার্ডে মোছা. রুহেনা খানম মুক্তা, ৫নম্বর ওয়ার্ডে শাহানা বেগম শানু, ৬নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম, ৭নম্বর ওয়ার্ডে নার্গিস সুলতানা, ৮নম্বর ওয়ার্ডে শারমিন আকতার রুমি, ৯নম্বর ওয়ার্ডে ছমিরন নেছা, ১০নম্বর ওয়ার্ডে আয়শা খাতুন কলি, ১১নম্বর ওয়ার্ডে সাজেদা বেগম, ১২নম্বর ওয়ার্ডে হজেরা বেগম, ১৩নম্বর ওয়ার্ডে ফাতেমা বেগম ও ১৪নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাবলি আকতার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৪টি সংরক্ষিত আসনের জন্য মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।