মহাস্থান নিউজ:
বিরামপুরের উপজেলা নিবার্হী কর্মকর্তা নুজহাত তাসনীমের সাথে সাক্ষাৎ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফরমার আরসি প্লেইন ল্যান্ড ক্লাষ্টার কমিটির নেতৃবৃন্দ। বুধবার উপজেলা পরিষদে গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এসময় ইউএনও নুজহাত তাসনীম যুব নেতৃবৃন্দদের সকল কার্যক্রম সম্পর্কে শোনেন এবং সকল ইতিবাচক কাজে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সুদীর্ঘ বছর ধরে শিশুদের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন যেভাবে দেশব্যাপী কাজ করে যাচ্ছে তিনি তার ভূয়সী প্রশংসা করেন।
ফরমার আরসি প্লেইন ল্যান্ড ক্লাষ্টার কমিটির সভাপতি সঞ্জু রায় ও সাধারণ সম্পাদক ইফতেখার রহমানের দিক-নির্দেশনায় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিটির বিরামপুর এপির নেতৃবৃন্দ যথাক্রমে রেজুয়ান কবির রিয়াজ, কাওছারী বর্ষা, নওরিন, সজিব, সেলিম, ইমানুয়েল, মোহনা, নূপুর, আয়না, শোভা ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।