মহাস্থান নিউজ:
বগুড়ার ধুনটে হাঁস ও হাঁসের ঘর বিতরণ প্রকল্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিয়ম ও ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন চৌধুরীর চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আদিবাসী পরিষদ।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন বগুড়া জেলা আদিবাসী পরিষদের সভাপতি সন্তোস সিং বাবু, সাধারণ সম্পাদক স্বপন কর্ণিদাস, কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র সিং, আদিবাসী নেতা নিখিল কর্মকার, স্বপন কুমার সিং, বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুজন কুমার রাজভর ও সাগর কুমার সিংসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতা ও কর্মী।
ধুনট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাখাল বর্মন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ রায় বাগদী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৮ জুন ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়।
কিন্তু প্রকৃতপক্ষে গরীব ও অসহায় আদিবাসী জনসাধারণ তা পায়নি। স্থানীয় আদিবাসী নেতাদের সাথে সমন্বয় না করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনগড়া তালিকা করে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করেছেন, যা অনিয়ম ও অন্যায়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন চৌধুরী এ অনিয়মে বড় ভূমিকা রেখেছেন বলে তারা মনে করেন।
আদিবাসী নেতারা দাবি করেন, আগামীতে আদিবাসী নেতাদের সাথে সমন্বয় করে বিভিন্ন প্রকল্পের বিতরণ করতে হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন চৌধুরীকে চাকুরিচ্যুত করতে হবে এবং ওই পদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নতুন কাউকে নিয়োগ দিতে হবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী বলেন, ১৫০টি আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের স্মারকলিপি হাতে পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।