মহাস্থান নিউজ:
বগুড়ার তালোড়া পৌরসভার ভোটগ্রহণ চলছে। তবে বৃষ্টির কারণে ভোটের মাঠে কিছুটা স্থিরতা দেখা দিয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
তালোড়া পৌরসভায় এবার ভোট প্রয়োগ করবেন ১৬ হাজার ৭৬ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৭১ এবং পুরুষ ভোটার ৮ হাজার ৫ জন।
সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি ভালোই ছিল। তবে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মত। কিন্তু বেলা ১১ টার পর বৃষ্টি শুরু হয়। এতে ভোট প্রদানে কিছুটা স্থিরতা নেমে আসে। এ ছাড়া সকালের দিকে কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রয়োগে দেরি হওয়ায় লাইনে দাঁড়ানো নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতীক পেয়েছিলেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তালোড়া পৌর শাখার সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম (হাতপাখা), তালোড়া পৌর বিএনপির বহিস্কৃত সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল খন্দকার (জগ), তালোড়া পৌর বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার (ইস্ত্রি) প্রতীক পেয়েছেন।
এর মধ্যে মাওলানা কামরুল ইসলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ জুন নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এ ছাড়া পৌর নির্বাচনে ১২ জন সংরক্ষিত নারী ও ৩৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন ।
পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য ৯ কেন্দ্রে ১৯৬ জন পুলিশ, ৭২ জন আনসার ও ২ প্লাটুন বিজিবির পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বৃষ্টির বিঘ্নতা ছাড়া সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে উল্লেখ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন। তিনি বলেন, বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কমে গেছে। বেলা ১১ টা পর্যন্ত সবগুলো কেন্দ্র মিলে প্রায় ১৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।বৃষ্টি থামার পর আবার বাড়বে।