মহাস্থান নিউজ:
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়ার বিষয় নিয়ে কম জলঘোলা হয়নি। দুজনেই একে অপরের বিরুদ্ধে তুলেছেন হাজারো অভিযোগ। তবে আপাতত সেই ইস্যু চাপা পড়েছে।
নওয়াজের সাথে সম্পর্ক পুরোপুরি না চুকিয়েই নয়া প্রেমে মজেছেন আলিয়া। এবার গণমাধ্যমকে সেই নতুন প্রেমিক কেমন তার বিশদ বর্ণনাও দিয়েছেন তিনি।
আলিয়া নয়া প্রেমিকে সাথে প্রেমে পড়ার গল্পের পাশাপাশি তার প্রশংসাও করেছেন অনেক। বলেছেন, ‘দ্বিতীয় মানুষটি ইতালিয়ান এবং সে খুব সুন্দর। এতে কোনো সন্দেহ নেই। আমার এক বন্ধু তাকে পছন্দ করতো, আমি তাকে সেকথা বলেছিলাম। সে সময় আমাদের মধ্যে কিছুই ছিল না। তারপর সে আমার চোখ পছন্দ করলো এবং আলাপ জুড়লো। সে একজন সফওয়্যার ইঞ্জিনিয়ার। সে আমাকে সম্মান ও ভালোবাসা দেয়। সে আমাকে সুরক্ষা ও সাহসী অনুভূতি দেয়। তাই ১৯ বছর পর প্রকাশ্যেই আমি সম্পর্কে জড়ালাম। আমি মোটেও ভীত ছিলাম না।’
তবে প্রেম করলেও আর কখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন না বলে জানিয়ে দিয়েছেন আলিয়া। বলেছেন, ‘বিয়েতে আমার আর কোনো আস্থা নেই।’