মহাস্থান নিউজ:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।
অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকাও। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।
কিছু দিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন রাশমিকা। এসব ছবিতে দেখা যায়, রাশমিকার পরনে লাল রঙের লেহেঙ্গা। তার সঙ্গে মিলিয়ে স্ট্র্যাপ ব্লাউজ পরেছেন। আবেদনময়ী লুকে নেটিজেনদের নজর কাড়েন রাশমিকা। পাশাপাশি তার পরনের ব্যয়বহুল লেহেঙ্গাটি আলোচনার জন্ম দিয়েছে।
বলিউড শাদি ডটকম জানিয়েছে, রাশমিকার পরনের লেহেঙ্গাটি প্রস্তুত করেছেন ভারতের বিলাসবহুল ব্র্যান্ড মিশরু।
ব্র্যান্ডটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, চেক বর্ডারসহ লাল টোনাল ফ্লোরাল এমব্রয়ডারি করা লেহেঙ্গার সঙ্গে ব্লাউজ এবং দোপাট্টা রয়েছে। এর বর্তমান মূল্য ৪ লাখ ৫০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকার বেশি।
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।