মহাস্থান নিউজ:
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। প্রতিবছর দেশের নন্দিত তারকাদের নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। এবারো নতুন-পুরোনোর মিলনমেলায় সাজানো হয়েছে এই অনুষ্ঠান।
আসছে ঈদুল আজহায় বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় থাকছেন চিত্রনায়িকা নূতন, অঞ্জনা, অপু বিশ্বাস, ফেরদৌস, ইমন ও রোশান।
আনন্দমেলায় অংশ নিয়ে অপু বিশ্বাস বলেন, আনন্দমেলা তো আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বাংলাদেশের ঘরে ঘরে এই অনুষ্ঠানের দর্শক।অনুষ্ঠানটিতে অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছি।
এবারের আনন্দমেলায় থাকছে বেশ কিছু গানের চমক, তারকাদের নৃত্য পরিবেশনা এবং সমসাময়িক বিষয় নিয়ে মজার কয়েকটি স্কিড। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থনায় ঈদ আনন্দমেলা পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।