মহাস্থান নিউজ:
চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন লাইট-ক্যামেরা থেকে দূরে রয়েছেন। বতর্মানে সন্তান, সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রে কবে ফিরছেন মাহি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানালেন, নিজেকে ফিট করেই চলচ্চিত্রে ফিরছেন তিনি।
মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান অভিনেত্রী। মাহি তার ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য জানান। তিনি লিখেন, ‘আহ্ আর ২ টা মাস কখন শেষ হবে? জিম করবো, ডায়েট করবো। আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করবো। নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।