মহাস্থান নিউজ: ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকির ফোনালাপ ভাইরাল হওয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রোববার (১৮ জুন) আদালতে মামলাটি করেন দৌলতখান প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবু তাহের। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, সম্প্রতি দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয় এমপির কোনো প্রশ্রয় না পেয়ে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন সরদার ভিডিও কলে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলে সংসদ সদস্যকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামলার বাদী মো. আবু তাহের বলেন, ১৭ জুন বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে তাকে আদালতের যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞা বলেন, বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে নোটিশ এসেছে। এই বিষয়টি নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।