মহাস্থান নিউজ: জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি নামের একটি এনজিও’র বিরুদ্ধে গ্রাহকের কোটি টাকা নিয়ে রাতের আঁধারে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাসায় ১৫ দিন আগে একটি অফিস ভাড়া নেয়। সেখানে তারা বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটি নামের সাইনবোর্ড লাগিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের জামানত সংগ্রহ করে। ২০ জুন থেকে ঋণ দেয়ার কথা ছিলো। কিন্তু রোববার রাতে তারা অফিস তালা মেরে পালিয়ে যায়।
ভবন মালিক রনি জানান, ১৫ দিন আগে নরসিংদী এলাকার মাহবুব নামের একজন এসে বাসাটি ভাড়া নেয়। তিনি তাদের প্রধান অফিস প্রয়াস ভবন, বেলানগর, নরসিংদী বলে জানান। তার সঙ্গে ৫ জন স্টাফ ছিলো। সকাল থেকে অনেক গ্রাহক এসে অফিস তালাবদ্ধ দেখে তাদের জানায়। এ সময় সংস্থাটি এরিয়া ম্যানেজার পরিচয় দেওয়া মাহবুবের মোবাইলে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
মাদারগঞ্জ থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, তারা এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।