মহাস্থান নিউজ:
আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে এবারের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে আসছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
ছবির গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্খা আর কৈশোরের সীমা ভাঙার ইচ্ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই।’
‘তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ? জানতে হলে দেখতে হবে ওয়েব ফিল্মটি।’
রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভান, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকসহ আরও অনেকে।