রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছরের পথচলার অবসান হচ্ছে অবশেষে, রিয়ালের দ্বিতীয় ‘গ্যালাক্টিকো’ যুগের শেষ মহাতারকাও অতীত হয়ে যাচ্ছেন মৌসুম শেষেই।
অবসান হলো একটা যুগের। সান্তিয়াগো বার্নাব্যুর আকাশ থেকে পতন হলো উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটির। গত কয়েকদিন যা গুঞ্জন ছিল, তা এখন বাস্তবতা।
৩৫ বছর বয়সী করিম বেনজেমা এখনও দারুণ ফর্মে। তবে সাম্প্রতিক সময়ে ঘনঘন ইনজুরিতে পড়ায় আর ভিনিসিউস জুনিয়রের উত্থানে তার জায়গাটা কিছুটা হলেও নড়বড়ে হয়ে পড়ছিল। তবু আশায় ছিল সমর্থকরা। হয়ত আরও একটি মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুর নয়নের মণি হয়ে থাকবেন এই ফরাসি। কিন্তু রবিবার ৪ জুন রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বেনজেমার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে।
২০০৯ সালে ফ্রান্সের অলিম্পিক লিঁও থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেনজেমাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর একে একে ১৪টি মৌসুম কাটিয়ে দিয়েছেন লা লিগার সফলতম দলের হয়ে। অলহোয়াইট জার্সিতে ক্লাবের সবচেয়ে নিন্দিত খেলোয়াড় থেকে ক্লাবের ইতিহসের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হিসেবে বিদায় নেওয়ার পথটায় কম চড়াই-উৎরাই দেখেননি যোদ্ধা বেনজেমা। রিয়ালের জার্সির প্রতি তার ভালোবাসা-নিবেদনের গল্পও তো মুখে মুখে।
যখন ক্লাব ছাড়ছেন বেনজেমা তখন ট্রফির বিচারে রিয়ালের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়টা তিনিই। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা খেলোয়াড়ের নাম করিম বেনজেমা। শুধু তাই নয়, ক্লাবটার হয়ে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারোরই। গোল করার ক্ষেত্রেও শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই তার চেয়ে এগিয়ে।
রিয়ালের জার্সিতে ৬৪৩ ম্যাচে ৩৫৩ গোল করেছেন বেনজেমা। অ্যাসিস্ট করেছেন ১৬৫টি। রিয়ালে ১৪ বছরের ক্যারিয়ারে কখনোই দেখেননি লাল কার্ড।
রিয়াল ছাড়ার সময় ট্রফিকেসের দিকে তাকিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন এই ফরাসি। ২৫ শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা তার। সম্ভাব্য সবকিছুই জিতেছেন রিয়ালের হয়ে। লা লিগা জিতেছেন চারবার। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার হ্যাটট্রিকসহ জিতেছেন পাঁচবার। ক্লাব বিশ্বকাপও জিতেছেন পাঁচবার। এছাড়া চারবার উয়েফা সুপার কাপ চারবার, কোপা দেল রে তিনবার, স্প্যানিশ সুপার কাপ তিনবার করে জিতেছেন।