বাগেরহাট সদরের নাটইখালী গ্রামের একটি খাল থেকে রাব্বী খান নামে এক স্কুলছাত্রের মরদহে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে খাল থেকে উদ্ধার নিহত রাব্বী খান নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ও একই এলাকার হেদায়েত খানের ছেলে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে শনিবার বিকেলে রাব্বীসহ তার কয়েকবন্ধু বাড়ির পাশের খালে গোসলে নামে। দীর্ঘ সময় ধরে গোসলের পর অন্যবন্ধুরা বাড়িতে চলে আসলেও রাব্বীকে আর পাওয়া যায়নি।
রোববার সকালে বাষা বাজারের কাছে খালে রাব্বীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরহতাল রিপোর্টের পর মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, খালে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র রাব্বীর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের ঘাড় ভাঙ্গা থাকায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।- The Daily Mohasthan