জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় ৪ জন ইজিবাইক যাত্রী আহত হয়।
স্থানীয়রা জানান, বিকেলে মালঞ্চ এলাকায় দুইটি ইজিবাইক জামালপুরের দিকে আসছিলো। এসময় একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে দুই ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।
আহত হয় ৪জন। আহত হলেন ইজিবাইক যাত্রী- মরিয়ম বেগম, রেজাউল করিম, নুরুল হক ও রানা সরকার। গুরুত্বর আহত রানা সরকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটিকে আটক করলেও পালিয়ে গেছে এর চালক।
মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটিকে আটক করেছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। – দ্যা ডেইলি মহাস্থান