মহাস্থান নিউজ: চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসে খোকা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আকবরশাহ মাজারের পাশে বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক দৈনিক বাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। সকালে অসুস্থতা অনুভব করায় দুজন বাসায় চলে যান। বাকি ১০ জন কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিকেলে অসাবধানতাবশত পাহাড়ধসে তাদের পাঁচজন আংশিক চাপা পড়েন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
আব্দুল মালেক আরও বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়েছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম স্ট্যান্ডবাই থাকবে। পরবর্তীতে যেকোনো প্রয়োজনে তারা কাজ করবে।’
সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘এখানে আমরা একবার উচ্ছেদ অভিযান চালিয়েছি, একবার মোবাইল কোর্টও চালানো হয়েছে। যেসব জায়গা উচ্ছেদ করা হয়েছে, সেখানে এত মানুষ যে—প্রটেকশন দিয়ে রাখা কঠিন। এখানে জনসাধারণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দরকার।’
পাহাড়ধসের ঘটনাস্থলে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের কাজ করতে গিয়েই মূলত পাহাড়ধসের ঘটনাটি ঘটে। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘করপোরেশনের একটা প্রজেক্ট ছিল এখানে। কিন্তু পাহাড় এভাবে কাটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত না করে, এটা আমাদের জানা ছিল না। এখানে লোকজনকে আমরা বেশ কয়েকবার সরিয়ে দিয়েছি। সরিয়ে দেয়ার পরও আবার আসে। এখানে পাহাড় দখলে ক্ষমতাশালী হোক, প্রভাবশালী হোক, যেই জড়িত থাকুক, তদন্তে বেরিয়ে এলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।