মহাস্থান নিউজ:
এ সময়ের সঙ্গীতশিল্পী আরিফুল ইসলাম আরিফ। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই গায়ক নিয়ে এলেন নতুন গান-ভিডিও। শিরোনাম ‘সার্ভিস বাস’।
প্রিন্সিপাল তানভীর আলমের কথায় গানটির সুর করেছেন গায়ক নিজেই। আর যৌথভাবে সঙ্গীতায়োজন করেছেন আরিফ ও জাকির আহমেদ। গানটিতে মডেল হয়েছেন নিয়াজ খান ও হায়াৎ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজু আহমেদ।
জানা গেছে, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে বুধবার (৫ এপ্রিল) গানটি মুক্তি পেয়েছে।
নতুন গান প্রসঙ্গে আরিফ বলেন, পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর সামনে রেখে শ্রোতাদের জন্য নতুন গানটি নিয়ে এসেছি। আশা করছি,বরাবরের মতো এবারের গানটিও সবার পছন্দ হবে।
প্রসঙ্গত, রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান ২০০৫ এর মাধ্যমে আরিফের সঙ্গীতে আত্নপ্রকাশ ঘটে। তারপর ২০০৯ সালে তার প্রথম একক অ্যালবাম ‘দাও হাত বাড়িয়ে’ প্রকাশ পায়। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি।