মহাস্থান নিউজ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল ছাত্রী হলে তাণ্ডব চালিয়েছেন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নাম-পরিচয় ব্যবহার করে বেশ কয়েকজন ছাত্রকে ছাত্রীদের দিকে তেড়ে আসতে দেখা যায়।
এতে আতঙ্কিত হয়ে পড়েন হলে অবস্থানরত ছাত্রীরা। রাতে ছাত্রলীগের একাংশের আন্দোলনে অপর অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে হলের গেটে ভাঙচুর চালায় বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বেশ কয়েকজন ছাত্রী।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক জানান, হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বর্তমানে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমরা এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। একই সঙ্গে ছাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ছাত্রলীগের অগ্রজদের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যোগ দিতে চাইলে পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা বাধা দেন। এ নিয়ে সাবেক ও বর্তমান নেতকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তবে ছাত্রলীগ কারও অপকর্মের দায় নেবে না।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু ছাত্রীদের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং শৃঙ্খলা বোর্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।