মহাস্থান নিউজ: শ্রী পবিত্র কুমার দাস
শনিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল মজিদ এর পরিচালনায় জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে সমাজের গরীব, দুস্থ ও অসহায়জনদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩০০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে চাল ১০ কেজি, আটা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণে আব্দুল মজিদ পরিচালক, পরিচালনা পর্ষদ জনতা ব্যাংক লিমিটেড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল মমিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বগুড়া ও উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । তিনি বলেন, বিভিন্ন জেলায় জনতা ব্যাংকের পক্ষ হতে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু সাঈদ মোঃ কাওছার রহমান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যলয়, বগুড়া, মোঃ আবদুল আলীম খান, উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস,বগুড়া, মোঃ মোস্তফা জামান সিদ্দীকী বাবু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সাঈদ আলতাফুন্নেসা সরকারি কলেজ, ক্ষেতলাল, জয়পুরহাট, মোঃ সুলতান মাহমুদ, অধ্যক্ষ, নুনগোলা ডিগ্রি কলেজ, বগুড়া, আব্দুল কাদের মোঃ আরোফিন, সহকারী মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক লিমিটেড, বগুড়া কর্পোরেট শাখা, বগুড়া, মোঃ এস এম সাইফুল আলম, সহকারী অধ্যাপক, বিয়াম মডেল কলেজ, বগুড়া, অধ্যক্ষ মোঃ তানভীর আলম, প্রকাশক ও সম্পাদক দৈনিক মহাস্থান পত্রিকা ও মহাস্থান টিভি।
আরও উপস্থিত ছিলেন – দ্বীক্লাব নিজগ্রাম স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি আবু তালহা মোঃ জোবায়ের, সাধারণ সম্পাদক মোঃ তকি তাহমিদ মোস্তফা। এসময় উপস্থিতঃ ছিলেন দ্বীক্লাব নিজগ্রাম স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য- ইব্রাহিম, জাহাঙ্গীর, সাখাওয়াত, শাহীন, নাঈম, তাকি, সৌমিক সহ ক্লাবের অনন্য সদস্যবৃন্দু ।