মহাস্থান নিউজ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। রোববার সকাল ৭টার দিকে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা ।
পরে শহরের সাতমাথায় উদিচী কার্যালয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না। এ সময় সভা সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অখিল পাল । সভার শুরুতেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তে কেনা স্বাধীনতা সার্বভৌমত্ব বুকের তাজা রক্ত দিয়ে হলেও সমুন্নত রাখবো । জামাত-শিবির হেফাজত এবং সাম্প্রদায়িক অপশক্তি এখনও তাদের ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছে রাজনৈতিক এবং সামাজিকভাবে তাদের প্রতিহত করতে হবে। জামাত-শিবির, হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান বাম নেতারা ।
তারা আরও বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি বেকারত্ব, দুঃখ, কষ্ট, দারিদ্রতার এখনও অবসান হয়নি, অন্যায়-অবিচার, নারী নিপীড়ন, শ্রেণি বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এখনও অব্যাহত রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ নির্ভরতা মুক্তবাজার অর্থনীতি, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, দেশ গণতান্ত্রিক হীনতায় পরিচালিত হচ্ছে, ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, সাম্য সামাজিক নিরাপত্তা মানবিক মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে । মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হবে ।
এই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সম্পাদক মন্ডলির সদস্য সাজেদুর রহমান ঝিলাম, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি যুব নেত্রী ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক যুবনেতা সাইদুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিন, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, ক্ষেতমজুর নেতা শাহজাহান আলী শাজা, সিপিবি নারী সেল বগুড়া জেলা কমিটির নেত্রী প্রমিতা বড়ুয়া, সদস্য নিশাত ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ ।
এ ছাড়াও সভায় উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুসসোবহান মিন্নু, সহ সভাপতি এ্যাড লুৎফর রহমান, উদীচীর জেলা কমিটির সহ-সভাপতি আলী মাহমুদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে একটি পতাকা মিছিল বের করা হয় এবং শহরের প্রধান সড়কগুলোকে প্রদক্ষিণ করেন ।