মহাস্থান নিউজ: চীনের সরকারি তথ্য অনুযায়ী, রাশিয়াই এখন চীনের শীর্ষ তেল রফতানিকারক। চলতি বছরের প্রথম দুই মাসে চীন সউদী আরবের থেকেও বেশি তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেলের দামে বিশেষ ছাড় থাকায় চীনা ক্রেতারা সে সুযোগটি লুফে নিয়েছেন।
চীনের কাস্টমস প্রশাসনের সোমবার প্রকাশ করা তথ্যে জানা গেছে, চলতি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বমোট ১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মিলিয়ন টন তেল চীনে রফতানি করেছে রাশিয়া। প্রতিদিন গড়ে এর পরিমাণ প্রায় ১৯ লাখ ৪০ লাখ ব্যারেল। গত বছর গড়ে ছিল ১৫ লাখ ৭০ লাখ ব্যারেল। সেই হিসাবে ২৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক। গত বছর তাদের রফতানির পরিমাণ ছিল ৮৬.২ মিলিয়ন টন।
অপরদিকে, গত দুই মাসে সউদী আরব চীনে অপরিশোধিত তেল রফতানি করেছে ১৩.৯২ মিলিয়ন টন। প্রতিদিনের গড়ে যা দাঁড়ায় ১.৭২ মিলিয়ন ব্যারেল। ২০২২ সালে সউদী আরব ছিল চীনের শীর্ষ তেল রফতানিকারক। সে বছর তারা তেল রফতানি করেছে ৮৭.৪৯ মিলিয়ন টন। প্রতিদিনের গড় হার ১.৭৫ মিলিয়ন ব্যারেল।
ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। ফলে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়ায় আন্তর্জাতিক বাজারের রেকর্ড পরিমাণ কম দামে তেল বিক্রি করতে হচ্ছে মস্কোকে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে চীনা তেল পরিশোধনকারী কোম্পানিগুলো তেল আমদানিতে মধ্যস্ততাকারীদের ব্যবহার করছে।