মহাস্থান নিউজ: ময়মনসিংহের ফুলপুর বাসস্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামার অপরাধে ১ টি গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল এ জরিমানা করে তা আদায় করেন।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ফুলপুর বাসস্টেশনে রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামা করে আসছিল চালকরা। যার ফলে প্রতিনিয়ত রাস্তায় যানজট লেগেই থাকে। এই যানজট নিরসনে সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল ফুলপুর বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামার অপরাধে ১ টি গাড়িকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
ফুলপুর বাসস্ট্যান্ডের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিনিয়ত রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামার ফলে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে সাধারন মানুষকে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে। সেই সাথে রয়েছে অবৈধ কিছু ছোট গাড়ী। এই ছোট গাড়ী গুলোও রাস্তার উপরে যত্রতত্র দাড়িয়ে থাকে উল্লেখ করে বলেন, ভ্রাম্যমান আদালতের এমন অভিযান অব্যাহত থাকলে যানজট মুক্ত হবে ফুলপুর বাসস্ট্যান্ড। সেই সাথে কয়েকজন পথচারী অভিযোগের সুরে বলেন, ফুলপুর বাসষ্ট্যান্ডে নিয়মিত ট্রাফিক পুলিশের ডিউটি থাকলেও রহস্যজনক কারণে কোন কাজে আসছে না। তাদের সামনেই যানজট লেগে থাকে।