মহাস্থান নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাবের গুলিতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার বরগাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই এলাকার মৃত কদম আলীর ছেলে। নিহতের স্ত্রী রমিজা বেগমের অভিযোগ, রাত দেড়টার দিকে চিৎকার শুনে বাইরে গিয়ে দেখতে পান প্রতিবেশী সেলিমকে র্যাব পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে আবুল কাশেমকে লাঠি দিয়ে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে কাশেম। একপর্যায়ে সাদা পোশাকধারীরা কাশেমকে পেটে গুলি করে। এ সময় হুমায়ুন কবির নামে আরও একজনকে পায়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ আবুল কাশেমকে রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক গুলিবিদ্ধ হুমায়ুন কবিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, হত্যা মামলার এক আসামিকে আটক করতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে জানতে পারি একজন মারা গেছেন। কীভাবে মারা গেলেন তা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় ৪ র্যাব সদস্য আহত হয়েছেন।