রিপোর্টঃ রাশেদ
বিশ্বের সকল জীবের শান্তি মঙ্গল ও কল্যাণ কামনায় বগুড়ায় চার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী রাধা-গোবিন্দের পঞ্চম দোল যাত্রা শুরু হয়েছে। রোববার (১২ মার্চ) রাতে শহরের বিসিক মগলিশপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্ৰীমদ্ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে ৭৯তম দোল উৎসবের প্রথম পর্ব শুরু করা হয়। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। দ্বিতীয় পর্ব (হুলি কীর্তন) ২৮ ও ২৯ ফাল্গুন ১৪২৯ বাংলা, (১৩ ও ১৪ মার্চ ২০২৩) সোম ও মঙ্গলবার ১৬ প্রহর দুই দিনব্যাপী। তৃতীয় পর্ব (অষ্টকালীন কীর্তন) ৩০ ফাল্গুন ১৪২৯ বাংলা, (১৫ মার্চ ২০২৩) বুধবার শ্রীশ্রী রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। চতুর্থ পর্ব (ভোগ মহোৎসব ও বাউল কীর্তন) ১লা চৈত্র ১৪২৯ বাংলা, (১৬ মার্চ ২০২৩) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় কুঞ্জভঙ্গ অন্তে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ অন্তে সারারাত ব্যাপী বাউল সংগীত পরিবেশনা। কুঞ্জসেবায় শ্রী মদনমোহন চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ২রা চৈত্র ১৪২৯ বাংলা, (১৭ মার্চ ২০২৩) শুক্রবার দধিমঙ্গল ও মহন্ত বিদায় এবং সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে হরিলুট। হুলি কীর্তন পরিবেশন করবেন, বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুরের শ্রী গঙ্গাধর পাল, সিরাজগঞ্জ জেলার গোপালপুরের শ্রী জয় কৃষ্ণ বিশ্বাস, বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুরের শ্রী মানিক সরকার, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শ্রী রতন সরকার, কুড়িগ্রাম জেলার উলিপুর মিনা বাজারের শ্রী দ্বীনবন্ধু সরকার, বগুড়া মগলিশপুরের (স্বাগতিক), শ্রী বিদ্যাধর সরকার। লীলা কীর্তন পরিবেশন করবেন, টাঙ্গাইল জেলার মির্জাপুরের শেফালী সরকার, রাজশাহী জেলার তানোড়ের সনৎ কুমার বিশ্বাস, জয়পুরহাট জেলার কালাইয়ের কুমারী অদিতা রায় আলো, বগুড়া মগলিশপুরের (স্বাগতিক) সুজিত কৃষ্ণ দাস। বাউল কীর্তন পরিবেশন করবেন, নাটোর বড়াইগ্রামের সম্পা রাণী সরকার ও অন্ধ বাউল শাহ্ আলম সরকার। আয়োজক কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও চার দিনব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের পঞ্চম দোল উৎসবে প্রতিদিন দূর-দূরান্ত হতে নানা বয়সী ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হবে উৎসব অঙ্গন। ভক্তবৃন্দরা যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন, সে জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের আগে থেকেই সচেতন করে দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরসহ আশপাশ এলাকা জুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবশেষে দলমত-ধর্ম-নির্বিশেষে ৭৯ তম দোল উৎসব সার্থক করে তোলার জন্য সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।।