মহাস্থান নিউজ:
বলিউডের আলোকউজ্জল দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকটির প্রকাশ ঘটেছিলো ‘মিটু’ আন্দোলনের মাধ্যমে। কাজ পেতে অনৈতিক প্রস্তাব পাওয়ার একের পর এক ঘটনা বেরিয়ে আসতে থাকে সে সময়। বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন একাধিক অভিনেত্রী। সম্প্রতি নিজের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এনডিটিভি’র এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘আমি আসলে কখনোই কাস্টিং কাউচের কাছে যাইনি। আমি খুব, খুবই ভাগ্যবান। কারণ আমি নানা ধরনের ভয়ংকর গল্প অনেক শুনেছি। আমার বাবা-মায়েরও সবচেয়ে বড় ভয় ছিলো এটাই। সে কারণেই তারা আমার সিনেমায় অভিনয় করার বিরোধী ছিলেন।’কাস্টিং কাউচ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিলো। একটা সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম। সেসময় একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য চেন্নাই যেতে হলে পরিচালকের সঙ্গে দেখা করতে হয়েছিলো আমাকে। সেদিন আমরা একটা কফি শপে দেখা করি, তারপর সেই পরিচালক তার হোটেল রুমে যেতে আমাকে জোর করেন।
সেদিন পরিচালকের সঙ্গে একাই ছিলেন বিদ্যা এবং সেই পরিস্থিতিতে পরিচালককের সঙ্গে হোটেল কক্ষেও গিয়েছিলেন। তারপর কী হয়েছিলো তা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। বিদ্যা বলেন, ‘সেসময় আমি একটি কৌশলী কাজ করি। রুমের দরজা খোলাই রেখেছিলাম, যাতে উনিশ-বিশ কিছু হলেই বেরিয়ে যাওয়া যায়। সেখানে কোনো প্রস্তাব দেওয়া হয়নি আমাকে। তবে এটি একটা ইঙ্গিত ছিলো। যা বুঝতে পেরেই নিজেকে রক্ষার প্রবৃত্তি জেগে উঠেছিলো।’
এই মুহূর্তে বলিউডের অন্যতম পরিচিত মুখ বিদ্যা বালান। নারীকেন্দ্রিক সিনেমায় তার অভিনয় বার বার প্রশংসিত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমা। টেলিভিশনে অভিনয়ের পর সাইফ আলী খানের বিপরীতে ‘পরিণীতা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা। এরপর একের পর এক সিনেমা দিয়ে জয় করেছেন দর্শক ও সমালোচকের মন। বর্তমানে দুটি সিনেমার কাজ করছেন এই অভিনেত্রী, যার একটির নাম ‘নিয়ত’ ও অন্যটি ‘লাভারস’।