মহাস্থান নিউজ:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে পিকনিকের বাস উল্টে এক মাদ্রাসার ছাত্র নিহত এবং ২৫ জন আহত হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র হিমেলের বয়স ১০ বছর। দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বুধবার সকালে পিকনিকের একটি বাস ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নেত্রকোনার দুর্গাপুরে যাচ্ছিল। পথে দুর্গাপুরের কৃষ্ণেরচরে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মাদ্রাসাছাত্র নিহত। এঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে পাঠায়। বাসের চালক পলাতক রয়েছেন।