মহাস্থান নিউজ:
কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং এলাকায় বাস ও লেগুনা ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া থেকে একটি বাসে কক্সবাজার যাচ্ছিল। এসময় গাড়িটি চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরস্থ জেলা পরিষদ গেইটের কাছাকাছি পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি লেগুনা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনসহ লেগুনা যাত্রী নিহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ আরও দুজন মারা যান ।
নিহত বাকি তিনজন হলেন- লেগুনা যাত্রী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া গ্রামের জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪) ও উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বাছেরের ছেলে মো. হামিদ উল্লাহ (২৯) ও একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে দুজন মারা যান। তারা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাগানপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে রাসেল উদ্দিন (৩২) এবং কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের সরওয়ারের মেয়ে নারগিস আক্তার (১৫)।