মহাস্থান নিউজ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর অংশে পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার (জেলা গেটের দক্ষিণ পাশে) উত্তর হারবাং কলাতলী জিলানী পুকুরের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক ইমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকার ৩২ বছর বয়সী মো: হামিদ ও ৩০ বছর বয়সী জাহাঙ্গীর আলম এবং একই ইউনিয়নের করমুহুরী পাড়ার নজু মিয়া।
তিনি বলেন, ‘কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া বিজিবি সদস্যদের বহন করা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের ধাক্কা লাগে হয়। এতে ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে নেয়া হলে দুজনের মৃত্যু হয়।’