মহাস্থান নিউজ :
বগুড়ার ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক।
সভায় সভাপতিত্ব করেন ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বী। সাধারণ সম্পাদক পারভেজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোয়াইব, সহভাপতি মুনিবুর রহমান রাজু, পাভেল আহমেদ, শাহাদৎ হোসেন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামসহ প্রমুখ।