মহাস্থান নিউজ:
নওগাঁ জেলার সীমান্তবর্তী চার উপজেলার মাদকদ্রব্যের পাচার-চোরাচালান বন্ধ ও অপব্যবহার থামাতে সামাজিক আন্দোলন তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল হামিদ উদ্দীন পিএসসি, সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেনসহ প্রমুখ।
কর্মশালায় সীমান্তবর্তী চার (পোরশা, সাপাহার, ধামইরহাট ও পত্নীতলা) উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।