মহাস্থান নিউজ:
ফুলবাড়ী তে মাধ্যমিক পর্যায়ের ২০ জন ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ। সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ফারহানা রহমান মুক্তা।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, দিনাজপুর জেলা পরিষদ এর সদস্য শফিকুল ইসলাম বাবু, উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাৎ হাসিনা ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ এছার উদ্দীন, আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাসমুস সাকির বাবলু, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুলন হক। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।